নয়াদিল্লি-কলকাতা, ২৪ ডিসেম্বর, (হি. স.): শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই গেল বঙ্গ বিজেপি। গণতন্ত্র বাঁচাও যাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দ্রুত মামলা শুনানির জন্য সোমবার বিজেপি-র তরফে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আদালত সেই আবেদন গ্রহণ করে কি না তার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। এ দিন সকালেই বিজেপি-র তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। অন্যদিকে, ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার।
সোমবার সকালেই দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। আদালত সূত্রে খবর, ওই আবেদনে কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটি শুধরে ফের আবেদন জমা দিতে বলা হয়। এ দিন সেই ত্রুটি মুক্ত আবেদন জমা যদি দিতে পারে বিজেপি তবে আজই শুনানির সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন বিজেপির লিগাল সেলের আইনজীবীরা। তাঁরা জানিয়েছেন, যদি তা নয়, তবে প্রধান বিচারপতি ভ্যাকেশন বেঞ্চে পাঠিয়ে দিতে পারেন মামলা। আবেদনের গুরুত্ব বুঝে ২৭ ডিসেম্বর পর্যন্ত শুনানি হতে পারে। তবে ইতিমধ্যেই শুক্রবার রাজ্যের পক্ষ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে শীর্ষ আদালতে। অর্থাৎ রাজ্যের প্রতিনিধিত্ব ছাড়া ওই মামলার শুনানি করা যাবে না।