পন্ধারপুর (মহারাষ্ট্র), ২৪ ডিসেম্বর (হি.স.): রাম মন্দির নিয়ে ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপির শরিক শিবসেনা। রাম মন্দির তৈরি না করতে পারলে বাড়িতে বসে থাকুন। সোমবার রাম মন্দির প্রসঙ্গে আক্রমণাত্মক হয়ে এমনই জানালেন শিবসেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। এদিন মহারাষ্ট্রের পন্ধরপুরে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় রাউত বলেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য তৎপর হতে হবে। নয়তো বাড়িতে বসে থাকুন। অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্ব এখন পুরোপুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উপর। যত তাড়াতাড়ি সম্ভব রাম মন্দির তৈরি করা উচিত।’ অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্ট মামলা চলছে। সেই প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, আর কত অপেক্ষা করব। এটি আস্থা ও বিশ্বাসের বিষয়। কেন্দ্র এবং মহারাষ্ট্রে ভগবান রামের নাম নিয়েই বিজেপি ক্ষমতায় এসেছে। তাই তাদেরকে রাম মন্দির তৈরি করতে হবে। বাবরি মসজিদ ধ্বংস করাটা আমাদের কাজ ছিল। আর মন্দির গড়াটা এখন আপনাদের কর্তব্য।’
প্রসঙ্গত, নভেম্বরে রাম মন্দির নির্মাণের দাবিতে অযোধ্যায় যান শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেখানে গিয়ে তিনি রাম মন্দিরের নির্মাণের দাবিতে সরব হন। মন্দির নির্মাণ নিয়ে ঐক্যমত তৈরি করার দাবিতে ‘পহেলে মন্দির ফির সরকার’ স্লোগানও তুলেছে শিবসেনা।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ যখন ধ্বংস হয়। তৎকালীন শিবসেনা প্রধান বাল ঠাকরে বলেছিলেন, আমি আমার সৈনিকদের প্রতি গর্বিত হব যদি তারা মসজিদ ধুলিৎসাত করে দেয়।