BRAKING NEWS

শবরীমালা : পাম্বা বেস ক্যাম্পে বিক্ষোভের মুখে ১১ যুবতী

তিরুবনন্তপুরম, ২৩ ডিসেম্বর (হি.স.) : ফের উত্তপ্ত কেরলের শবরীমালা চত্বর | রবিবার ১১ জন যুবতী আয়াপ্পার মন্দিরে মহিলাদের প্রবেশের জন্য পাম্বা বেস ক্যাম্পে পৌঁছলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। শহরে ঢোকার প্রত্যেকটি গেট বন্ধ করে প্রতিবাদ জানাতে শুরু করেছেন আয়াপ্পা ভক্তরা। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। হবে। আয়াপ্পা ভক্তরা। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান |
সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ঋতুমতী মহিলাদের প্রবেশের বিরুদ্ধে সরব আয়াপ্পা ভক্তরা। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়াপ্পার মন্দিরে পুজো দেওয়ার জন্য শবরীমালা মন্দিরে প্রবেশের জন্য পাম্বা বেস ক্যাম্পে পৌঁছে বিক্ষোভের মুখে ১১ জন যুবতী | জানা গেছে, রবিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ মাদুরাই থেকে পাম্বা বেস ক্যাম্পে পৌঁছান ছয় ঋতুমতী মহিলা। মন্দির থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই বেস ক্যাম্প। তাঁদের উদ্দেশ্য আয়াপ্পা দর্শন এবং পুজো দেওয়া। এরপরই খবর মেলে, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন আরও পাঁচ যুবতী। এই খবর বিক্ষোভকারীদের কানে পৌঁছতেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মন্দিরে পৌঁছনোর সমস্ত রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভক্তরা। এমনকী, মন্দিরের প্রধান পুরোহিত জানিয়ে দেন, মহিলারা ঢোকার চেষ্টা করলে মন্দিরের সব দরজা বন্ধ করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
আয়াপ্পা ভক্তরা। এদিন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়ির সামনেও বিক্ষোভ দেখান |-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *