ভুবনেশ্বর, ২১ ডিসেম্বর (হি.স.) : গত তিনদিনে গেল ওডিশায় মৃত্যু হল ২৫৯টি গবাদি পশুর। বিশেষজ্ঞরা মনে করছেন, ঘূর্ণিঝড় পেথাইয়ের জন্য নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গবাদি পশুদের।
ঘূর্ণিঝড় পেথাইয়ের পরগত তিনদিনে ওডিশায় ৫৩টি বাছুর সহ মৃত্যু হয়েছে মোট ২৫৯টি গবাদি পশুর। শুধু গতকাল বৃহস্পতিবারই ৫৭টি গরুর মৃতদেহ পাওয়া গেছে ওই রাজ্যের গঞ্জাম জেলায়। লাণ্ডাজুয়ালি গ্রামের মানুষ গরুদের অস্বাভাবিক মৃত্যু দেখে খবর দেওয়া হয় পশু চিকিৎসকদের । মৃত গবাদি পশুর মধ্যে ৫৩টি বাছুর ছিল বলে জানা গিয়েছে। চিকিৎসকদের ধারণা, গরুগুলিকে খোলা জায়গায় রেখে দেওয়ার ফলে ভারী বৃষ্টিতে তারা অনবরত ভেজে। যার জন্য তাদের নিউমোনিয়া হয়ে যায়।
জেলার শীর্ষ পশু চিকিৎসক রবীন্দ্রনাথ পাণ্ডা বলেন, ‘ঘূর্ণিঝড় পেথাইয়ের ফলে ভারী বৃষ্টি ও অতিরিক্ত শীতল আবহাওয়ায় গরুদের নিউমোনিয়া হয়ে গিয়েছে। যে কারণে গরুগুলির মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।’
গরুগুলির দেহ ময়নাতদন্তের জন্য চিকিত্স্ক রবীন্দ্রনাথ পাণ্ডার নেতৃত্বে চারজন চিকিৎসকের দল গঠন করা হয়েছে। গবাদি পশুর এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করবেন তাঁরা। গরুর মৃতদেহের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। গরুগুলির দেহ ময়নাতদন্তের পর তাদের শেষকৃত্য সম্পন্ন হবে।