BRAKING NEWS

লালুর জামিনের আবেদন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে শুনানি মুলতুবি

রাঁচি, ২১ ডিসেম্বর (হি. স.) : রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান লালুপ্রসাদের জামিনের আবেদন নিয়ে শুনানি মুলতুবি করে দিল ঝাড়খন্ড হাই কোর্ট। সিবিআইয়ের আইনজীবী এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে কোনও তথ্য না পাওয়ায় শুক্রবার এই বিষয়ে শুনানি স্থগিত করে দেয় ঝাড়খন্ড হাই কোর্ট। এদিন কোর্টে লালুপ্রসাদের পক্ষে আইনজীবী ছিলেন কপিল সিবাল। আরজেডি প্রধানের প্রতিনিধি, অপর এক আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, সিবিআইয়ের আইনজীবীর অনুরোধে বিচারপতি অপরেশ কুমার, ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঘোষণা করেন।
আইনজীবী প্রভাত কুমার আরও জানান, \”জামিন আবেদনকারীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ডাক্তাদের কাছ থেকে এখনও কোনও তথ্য না পাওয়ায় সিবিআইয়ের আইনজীবী রাজীব সিনহা, লালুপ্রসাদের জামিনের শুনানির দিন পিছোতে অনুরোধ করেন।\” উল্লেখ্য, ১১ ডিসেম্বর হাইকোর্টের কাছে বয়স এবং খারাপ স্বাস্থ্যের জন্য জামিনের আবেদন করেন পশুখাদ্য কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত লালুপ্রসাদ যাদব। হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে তিনি লেখেন, ৭১ বছর বয়স হয়েছে তাঁর এবং তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য বয়সজনিত রোগের স্বীকার। এর আগেও অবশ্য বয়সজনিত রোগের কারণে আরও একটি কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন লালুপ্রসাদ। দেওঘর, দুমকা এবং দুই চাইবাসা ট্রেজারি থেকে অর্থ তছরুপ সম্পর্কিত মামলায় লালুপ্রসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দুইয়ের মধ্যে একটি চাইবাসা ট্রেজারি সম্পর্কিত মামলায় জামিনে মুক্ত হয়েছেন তিনি। বর্তমানে দোরান্দা ট্রেজারি নিয়ে পঞ্চম মামলাতেও জড়িয়েছেন লালুপ্রসাদ। গত বছর ডিসেম্বর মাসে জেল হয় আরজেডি প্রধানের। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ চিকিৎসা চলছে লালুপ্রসাদ যাদবের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *