BRAKING NEWS

ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে এল বেলজিয়াম, ভারত ৯৭তম স্থানে

জুরিখ, ২১ ডিসেম্বর (হি.স.) : ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করতে চলেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে ২০১৮ শেষে দ্বিতীয়স্থানে রইল ফ্রান্স। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ব়্যাঙ্কিং অনুযায়ী তৃতীয়স্থানে থেকে বছর শেষ করতে চলেছে বেলজিয়াম। ফরাসীদের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ ক্রোটরা ২০১৮ শেষে রইল চতুর্থস্থানে। প্রথম একশোয় থেকেই চলতি বছর শেষ করতে চলেছে ভারত।
আগামী ৫ জানুয়ারী সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া সেরা টুর্নামেন্টের আসর। ব়্যাঙ্কিংয়ে ৪১ তম স্থানে থেকে টুর্নামেন্টে অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। বছর শেষে ফিফা ব়্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৫০ তম স্থানে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সর্বোচ্চ ২৯ তম স্থানে থেকে এশিয়ান কাপে অভিযান শুরু করবে তিনবারের চ্যাম্পিয়ন ইরান।
গত মাসে উয়েফা নেশনস লিগের শেষ চারে যোগ্যতা অর্জন করা ইংল্যান্ড ও পর্তুগাল ২০১৮ শেষ করতে চলেছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠস্থানে থেকে। নেশনস লিগের শেষ চারে যোগ্যতা অর্জন করা বাকি দুই দেশ সুইজারল্যান্ড ও নেদারল্যান্ড বর্ষশেষে রয়েছে যথাক্রমে অষ্টম ও চতুর্দশ স্থানে।২০১৮ শেষে ফিফা ব়্যাঙ্কিংয়ে সুনীলরা রইলেন ৯৭তম স্থানেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *