সমবায় সমিতিতে মনোনয়ন সংগ্রহকে ঘিরে বিজেপি-কংগ্রেসে তুমুল সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ সমবায় সমিতিতে মনোনয়ন সংগ্রহকে ঘিরে বিবাদের জেরে বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে৷ বুধবার ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায় এই সংঘর্ষের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে৷ এই সংঘর্ষকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের তরফে থানার মামলা দায়ের করা হয়েছে৷ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷
এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমবায় সমিতির মনোনয়ন জমা নেওয়া হচ্ছিল৷ বিজেপি সমর্থকরা নির্দিষ্ট সময়ের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন৷ কিন্তু, দুপুর ২টার পর কংগ্রেস সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করতে আসতেই বিপত্তি দেখা দেয়৷ সমবায় সমিতির আধিকারিকরা কংগ্রেস সমর্থকদের মনোনয়নপত্র দিতে রাজি না হওয়ায় তখন সেখানে উত্তেজনা দেখা দেয়৷ কংগ্রেস সমর্থকরা মনোনয়নপত্রের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ খবর পেয়ে বিজেপি সমর্থকরা সেখানে ছুটে যান৷ তাতেই দুই গোষ্ঠীর মধ্যে মনোনয়নপত্রকে ঘিরে বাক বিতন্ডা শুরু হয়৷ মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়৷ বিজেপি ও কংগ্রেস সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হন৷ তাতে, দুইজন বিজেপি সমর্থক আহত হন৷ আহত অজয় কৃষ্ণ দেব এবং জয়গোবিন্দ পালকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
কংগ্রেস সমর্থকদের অভিযোগ, বেলা ১২টা থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহের চেষ্টা করলেও তাদের সুযোগ দেওয়া হয়নি৷ ফলে, সময় অতিক্রান্ত হওয়ার পর তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে যান৷ বিজেপি ও কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আসলেও এলাকা জুড়ে টানটান উত্তেজনা; দেখা দেয়৷ পরিস্থিতি আবারও উত্তেজিত হতে পারে আশঙ্কায় পুলিশ কড়া নিরাপত্তা মোতায়েন করে৷ এই সংঘর্ষের ঘটনায় ধর্মনগর থানায় বিজেপি ও কংগ্রেস সমর্থকরা মামলা-পাল্টা মামলা করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *