বুলেট নয়, কাঁদানে গ্যাস ব্যবহার করা উচিত ছিল সেনার, পুলওয়ামা এনকাউন্টারে উদ্বিগ্ন ফারুক আবদুল্লা

শ্রীনগর, ১৯ ডিসেম্বর (হি.স.): গত শনিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ৩ জন সন্ত্রাসবাদী| ৩ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা গেলেও, বিক্ষোভকারী জনতার উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালনায় প্রাণ হারান ৭ জন সাধারণ নাগরিক| জঙ্গি দমনের নামে ভূস্বর্গে একজন নিরীহ মানুষের রক্তপাত নিয়ে ওই দিনই সরব হয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি| সরব হয়েছিলেন ওমর আবদুল্লাও| এবার নিরীহ মানুষের রক্তপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা| গত শনিবারের পুলওয়ামা এনকাউন্টার প্রসঙ্গে বুধবার ফারুক আবদুল্লা বলেছেন, ‘বুলেটের পরিবর্তে জল কামান অথবা কাঁদানে গ্যাস ব্যবহার করা উচিত ছিল সেনাবাহিনীর| যাঁরা মারা গিয়েছেন, তাঁরা আর ফিরবেন না| আমরা আশা রাখব ভবিষ্যতে একই ধরনের অভিযান আর কখনই করবে না সেনাবাহিনী এবং পুলিশ|

গত শনিবার ভোরে পুলওয়ামা জেলার সিরনো গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হয় ৩ জন সন্ত্রাসবাদী| তাদের মধ্যে একজন সেনাবাহিনী থেকে পালানো জাহুর আহমেদ ঠোকর ছিল| কিন্তু, ঠোকর-সহ ৩ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়েন শয়ে শয়ে গ্রামবাসীরা| বিক্ষুদ্ধরা নিরাপত্তা বাহিনীর গাড়ির উপর উঠে ভাঙচুরের চেষ্টা করছিল| শূন্যে গুলি চালিয়েও কোনও লাভ হয়নি| তখনই কার্যত বাধ্য হয়েই গুলি চালায় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা| তাতেই মৃতু্য হয় ৭ জনের| ওই দিনের জঙ্গি নিকেশ অভিযানে শহিদ হয়েছিলেন একজন জওয়ানও| আহত হন আরও দু’জন জওয়ান|