BRAKING NEWS

কোচিং ক্লাসে যাওয়ার সময় তাজনগরী আগ্রায় যৌন লালসার শিকার বি. টেক ছাত্রী, তদন্ত শুরু করেছে পুলিশ

আগ্রা (উত্তর প্রদেশ), ১৯ ডিসেম্বর (হি.স.): ফের লজ্জাজনক ঘটনা ঘটল উত্তর প্রদেশে| এবার তাজনগরী আগ্রায় কোচিং ক্লাসে যাওয়ার সময় যৌন লালসার শিকার হলেন বি. টেক প্রথম বর্ষের একজন ছাত্রী| মঙ্গলবার রাতে নিউ আগ্রা থানার অন্তর্গত পোইয়া ঘাট-এর কাছে নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে| কোচিং ক্লাসে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়| এরপর যৌন অত্যাচার চালায় চারজন দুষ্কৃতী| গণধর্ষণের ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ| একইসঙ্গে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে| বুধবার লোহামাণ্ডির সিও চমন সিং জানিয়েছেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় কোচিং ক্লাসে যাচ্ছিল ওই ছাত্রী| সেই সময় ওই ছাত্রীকে অপহরণ করা হয়| নির্জন জায়গায় নিয়ে যাওয়ার পর ওই ছাত্রীর সঙ্গে যৌন অত্যাচার চালানো হয়| নির্যাতিতা ছাত্রী এখন হাসপাতালে চিকিত্সাধীন| তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কোচিং ক্লাসে যাচ্ছিল বি. টেক প্রথম বর্ষের ওই ছাত্রী| জাতীয় সড়কের উপর ভগবান টকিজ ক্রসিংয়ের কাছে দু’জন অপরাধী ওই ছাত্রীর পথ আটকায়| এরপর ওই ছাত্রীকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যাওয়া ওই দু’জন দুষ্কৃতী| সেখানে আগে থেকে আরও দু’জন দুষ্কৃতী উপস্থিত ছিল| পরে ওই চারজন মিলে বি. টেক ছাত্রীকে গণধর্ষণ করে বলে অভিযোগ| কু-কর্মের পরই ওই ছাত্রীকে নির্জন জায়গায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা| পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিউ আগ্রা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে| পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছাত্রীকে চিকিত্সার জন্য এস এন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *