BRAKING NEWS

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম চূড়ান্ত কংগ্রেস হাই-কমান্ডের

রায়পুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : অবশেষে জটিলতা কাটল। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের নাম চূড়ান্ত করল হাই-কমান্ড।
গত ১১ ডিসেম্বর ভোট গণনার দিনই নিশ্চিত হয়ে যায় যে ১৫ বছর পর রায়পুরের মসদে ক্ষমতা দখল করতে চলেছে কংগ্রেস। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে তৈরি হয় জোর জল্পনা। রাজস্থান, মধ্যপ্রদেশের মতোই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদে কে বসবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। অবশেষে সব জটিলতা কাটিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভূপেশ বাঘেল। এদিন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক মল্লিকার্জুন খাগরে এবং ছত্তিশগড়ের দায়িত্বে থাকা পি এল পুনিয়ার উপস্থিতিতে এক বৈঠকে মিলিত হয় কংগ্রেসের পরিষদীয় দল। সেখানে হাই কম্যান্ড থেকে আসা মুখবন্ধ খাম খোলা হয়। সেই খামের ভেতরই মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলের নাম ছিল। প্রথা মতো কংগ্রেসের পরিষদীয় দল তাকে নিজেদের দলনেতা হিসেবে নির্বাচিত করেন। ছত্তিশগড়ে তৃতীয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন ড. চরণদাস মহন্ত, টি এস সিংদেও, তমরাধ্বজ সাহু।
শনিবার রাজধানী দিল্লিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে দফায় দফায় বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ওইদিন নিজের বাসভবনে ছত্তিশগড়ে ড. চরণদাস মহন্ত, টি এস সিংদেও, তমরাধ্বজ সাহু, ভূপেশ বাঘেলের উপস্থিত ছিলেন। চার নেতার সঙ্গে ছবি তুলে ট্যুইটও করেন রাহুল গান্ধী। প্রসঙ্গত, ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় ৬৮টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে ১৫টি আসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *