BRAKING NEWS

৪৭ তম বিজয় দিবসে ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মান বাংলাদেশের

ঢাকা, ১৬ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন বলিদান দেওয়া ভারতীয় সেনাদের মুক্তিযুদ্ধ পুরস্কারে সম্মানিত করবে বাংলাদেশ। রবিবার, ১৬ ডিসেম্বর, ৪৭ তম বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া বেশ কয়েকজন ভারতীয় সেনার পরিবারের হাতে এই সম্মান তুলে দেবে বাংলাদেশ সরকার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনার অবদান প্রচুর। মুক্তি যোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেন অনেক ভারতীয় সেনা। ৭১-এর যুদ্ধে প্রাণ হারান ২৯৯৮ জন ভারতীয় সেনা। এঁদের মধ্যে পূর্বাঞ্চলীয় কম্যান্ডের সেনা শহিদের সংখ্যা ছিল ১৪৭৮ জন। মুক্তিযুদ্ধে শহিদ হওয়া সেনাদের সম্মান জানাতে বিজয় স্মারক তৈরি হয়েছে ফোর্ট উইলিয়ামে।
বাংলাদেশ উপ হাইকমিশন সূত্রের খবর, প্রায় ২৫ জন শহিদকে চলতি বছর এই সম্মান দেওয়া হতে পারে। রুপোর পদক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা সম্মানপত্র এবং শেখ মুজিবের লেখা দু’টি করে বই পুরস্কার হিসেবে দেওয়া হবে শহিদ পরিবারের হাতে। প্রসঙ্গত, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডেও পালিত হয় বিজয় দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *