লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.) : রাফাল চুক্তি মামলায় সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানানো উচিত। শনিবার এমনই জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে যৌথ সংসদীয় কমিটির দাবিতে সোচ্চার হয়েছিল কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এই দাবিকে মানতে নারাজ অখিলেশ যাদব। শনিবার তিনি বলেন, “রাফাল নিয়ে আমরা যখন যৌথ সংসদীয় কমিটির দাবি জানিয়েছিলাম, তখন সুপ্রিম কোর্টে বিষয়টি গড়ায়নি। কিন্তু এখন রাফাল নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে আদালত রায় দিয়েছে। আগামীদিনে এই বিষয়ে কারও কোনও প্রশ্ন থাকলে তার উচিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। বিচারব্যবস্থায় সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল দেশের সাধারণ মানুষ। রাফাল নিয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এরপরেও কারও যদি কোনও জিজ্ঞাসা থাকে তবে তাদের ফের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। দিল্লির জন্তর মন্তরের বিক্ষোভ আন্দোলনের সময়ে আমরা যৌথ সংসদীয় কমিটির দাবি জানিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু এই বিষয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে তাই সেই রায়কে সম্মান জানানো উচিত।”
প্রসঙ্গত, বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে জানিয়েছেন, রাফাল সংক্রান্ত যাবতীয় ক্যাগ রিপোর্ট সংসদ এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই জানিয়েছে কেন্দ্র, যা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন।