ভারতের সঙ্গে ফ্রান্সের সামরিক সম্পর্ক ঐতিহাসিক : সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারতের সঙ্গে ফ্রান্সের সামরিক সম্পর্ক ঐতিহাসিক। শনিবার এমনই জানালেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
ভারত সফররত ফ্রান্সের বিদেশমন্ত্রী জিয়েন-ওয়াই লে ড্রিয়েনের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুষমা স্বরাজ বলেন, ভারতের সঙ্গে ফ্রান্সের সামরিক সম্পর্ক ঐতিহাসিক এবং সেই সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হয়েছে। আগামীদিনে যৌথভাবে সামরিক সরঞ্জাম তৈরি করবে দুই দেশ। অন্যদিকে ফ্রান্সের তরফ থেকে জানানো হয়েছে, গোটা পৃথিবীর স্বার্থে ভারতকে শক্তিশালী হতে হবে। সাংবাদিক সম্মেলনের আগে দুই দেশের বিদেশমন্ত্রী নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক করেন। বৈঠকে যৌথভাবে সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গেও আলোচনা হয়। সুষমা স্বরাজ বলেন, গত অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণের ফ্রান্স সফরে গিয়ে যেসব চুক্তি স্বাক্ষরিত করে এসেছেন সেই সকল চুক্তিগুলিকে দ্রুতি বাস্তবায়িত করা হবে।
ভারতের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা জিগলার ট্যুইটারে লিখেছেন, দুই বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠক অনেক বেশি গঠনমূলক হয়েছে। পৃথিবীর স্বার্থে ভারতকে শক্তিশালী হতে হবে। আশা প্রকাশ করব শীঘ্র নিরাপত্তা পরিষদে অন্যতম সদস্য হয়ে উঠবে ভারত। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার একাধিক ট্যুইট করে জানিয়েছেন, দুই বিদেশমন্ত্রী মধ্যে কৌশলগত সম্পর্ক, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা, অসামরিক ক্ষেত্রে পারমাণু শক্তির ব্যবহার বৃদ্ধি, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, মহাকাশ গবেষণা, বিনিয়োগ ও অর্থনীতির বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
বিগত ছয় মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার ফ্রান্সের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন সুষমা স্বরাজ। ফ্রান্সের বিদেশমন্ত্রী পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।