BRAKING NEWS

রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া সর্বোচ্চ আদালতের কাজ নয় : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): রাফাল চুক্তি মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানালেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত| সঞ্জয় রাউতের মতে, সুপ্রিম কোর্ট সঠিক কথাই বলেছে| মূল্য নির্ধারণ করা সুপ্রিম কোর্টের কাজ নয়| একই সঙ্গে রাম মন্দির প্রসঙ্গ টেনে এনে সঞ্জয় রাউত বলেছেন, রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়াও সর্বোচ্চ আদালতের কাজ নয়| রাফাল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল একাধিক পিটিশন| শুক্রবার সেই সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, ‘১২৬টির জায়গায় ৩৬টি যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত| আমরা সরকারকে ১২৬টি বিমান কিনতে জোর করতে পারি না| যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়| গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও খামতি ছিল না| তাই এই বিষয়ে আর কোনও তদন্তের প্রয়োজন নেই|’
সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘সুপ্রিম কোর্ট ভুল কিছু বলেনি| মূল্য নির্ধারণ করা শীর্ষ আদালতের কাজ নয়|’ এদিন রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, ‘রাম মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়াও সর্বোচ্চ আদালতের কাজ নয়| রাফাল চুক্তি ইসু্যর সমাধান হবে সংসদেই, সুপ্রিম কোর্টে নয়|’ প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে অযোধ্যার জমি সংক্রান্ত মামলার শুনানি| পরবর্তী শুনানি কবে হবে, তা সুপ্রিম কোর্টই ঠিক করবে| অযোধ্যা মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *