বিশাখাপত্তনম, ১৪ ডিসেম্বর (হি.স.): বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছে প্রবল নিম্নচাপ| আগামী ১২ ঘন্টার মধ্যেই প্রবল আকারের ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে ওই নিম্নচাপ| ঘূর্ণিঝড়ের দাপটে ১৫ ডিসেম্বরের পর থেকে ভারতীয় উপকূলের কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে| একইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া| ঝড়-বৃষ্টির আশঙ্কায় ১৪ ডিসেম্বর, শুক্রবার থেকেই মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে|
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ| শনিবারই উপকূলের কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে| তবে, স্পষ্টভাবে কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় তা এখনই বলা সম্ভব হচ্ছে না| আবহবিদরা জানিয়েছেন, এই সময়ে সমুদ্র উত্তাল থাকতে পারে| তাই মত্স্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে|


