BRAKING NEWS

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রমণ সিং

রায়পুর, ১১ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে জনাদেশকে স্বীকার করে নিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন রমণ সিং। রাজ্যপাল আনন্দী বেন প্যাটেলের হাতে নিজের পদত্যাগ পত্র জমা দেন তিনি।

মঙ্গলবার ইস্তফার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমণ সিং বলেন, বিজেপির পরাজয়ের নৈতিক দায়িত্ব আমি নিলাম। রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছি। দল যখন জেতে তার কৃতিত্ব আমাকে দেওয়া হয়। ঠিক একই ভাবে যখন দল হারে তার দায় আমার নেওয়া উচিত। বিধানসভা নির্বাচনের ফলাফলের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও রকম সম্পর্ক নেই। পরাজয়ের অনেকগুলি কারণ রয়েছে। কিন্তু আজ সে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই না। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত নিজের জনগণের সেবায় নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। জনগণের রায়কে আমি সম্মান জানাই। বিরোধী নেতা হিসেবে নতুন ভূমিকা সমান দায়িত্ব সহকারে পালন করব।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর এবং ২০ নভেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে ছত্তিশগড়ে| বিক্ষিপ্ত কিছু অপ্রীতিকর ঘটনার মধ্যেই শতাংশের নিরিখে ভোট পড়েছিল ৭৬.৬০ শতাংশ| মঙ্গলবার সকাল আটটা থেকে ছত্তিশগড়ের ৯০টি আসনের ভোটগণনা শুরু হয়েছে| এখনও পর্যন্ত যা ফলাফল তাতে ৯০টি বিধানসভা আসনের ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৫টি আসনে, বিজেপি এগিয়ে ১৬টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ছয়টিতে। এখনও পর্যন্ত যা ফলাফল তাতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছে কংগ্রেস | ৯০টি আসনের ছত্তিশগড়ে ক্ষমতায় ছিল বিজেপি | সর্বশেষ ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে ৪৯টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, কংগ্রেসের ঝুলিতে ছিল -৩৯, বহুজন সমাজ পার্টি এবং নির্দল প্রার্থী জয়ী হয়েছিল যথাক্রমে ১টি করে আসনে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *