লখনৌ, ১১ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার চলছে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গণনায় কংগ্রেসের জয়ের সম্ভাবনায় প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তরপ্রদেশ কংগ্রেস পার্টির মুখপাত্র শুচি বিশ্বাস। তাঁর মতে, মাও লিনচিং, মান্দসৌর, কাঠুয়া, উন্নাও, বুলন্দশহরের ঘটনার জবাব দিয়েছে দেশবাসী। বিজেপির কৃষক বিরোধী মনোভাবও তাদের এই হারের কারণ।
উত্তরপ্রদেশ কংগ্রেস পার্টির মুখপাত্র শুচি বিশ্বাস বলেন, “আলি না বজরংবলী, নিজাম, দলিত, হনুমান, ধর্মের মত বিষয় দিয়ে দেশের মানুষকে বিপথে চালিত করা যায় না। এটি রাহুল গান্ধীর জয় | যিনি প্রতিনিয়ত বিজেপির নিরঙ্কুশ শাসনের বিরুদ্ধে লড়ছেন। মানুষ যেভাবে কংগ্রেসের সিদ্ধান্ত এবং মূল্যের ওপর আস্থা রেখেছেন যেকোনও প্রকারে লোকতন্ত্রের এই স্তম্ভকে রক্ষা করবে কংগ্রেস। গণতন্ত্রের স্বার্থে এবং মূল্য রক্ষার্থে কংগ্রেস বদ্ধপরিকর।” রাহুল গান্ধীর নেতৃত্বে ২০১৯ -এ আরও দৃঢ়ভাবে কেন্দ্রে সরকার গঠনের জন্যে লড়বে কংগ্রেস | এদিন এমনটাই দাবি করেন কংগ্রেস নেত্রী শুচি বিশ্বাস।