ভোপাল, ১০ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার, ১১ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগণনা| কিন্তু, এবারের ভোটগণনায় ওয়েবকাস্টিং হবে না| এ বিষয়ে কংগ্রেসের আপত্তির পরই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন| মুখ্য নির্বাচনী অফিসার জানিয়েছেন, মঙ্গলবার ভোটগণনার সময় ওয়েবকাস্টিং হবে না| তিনি আরও জানিয়েছেন, ভোটগণনা কেন্দ্রে ওয়াইফাই নেটওয়ার্কও ব্যবহার করা যাবে না|
ভোটগণনা কেন্দ্রে শুধুমাত্র সিসিটিভি ক্যামেরার নজরদারিই থাকবে| প্রসঙ্গত, ওয়েবকাস্টিং প্রক্রিয়ার জন্য জিও-র পরিবর্তে বিএসএনএল নেটওয়ার্ক ব্যবহার করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছিল কংগ্রেস| এর আগে মুখ্য নির্বাচনী অফিসার কংগ্রেসের আপত্তি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পরে বিবাদের মতো পরিস্থিতি দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নির্বাচন কমিশন| এরপর রবিবার রাতে ওয়েবকাস্টিং না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন|