নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাষ্ট্রীয় লোকসমতা পার্টি (আরএলএসপি) -র নেতা উপেন্দ্র কুশওয়াহা। বিহারের বিশেষ আর্থিক মর্যাদার দাবি পূরণ না হওয়া সহ একাধিক কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে।
সোমবার দুপুর ২টো নাগাদ সাংবাদিক সম্মেলনে আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়ানা জানিয়েছেন, বিহারবাসীদের যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদী। সেইসব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন তিনি। জাতীয় জনগণনা হয়নি। ফলে কেন্দ্রীয় প্রকল্প থেকে দেশের কতজন মানুষ সুবিধা পেয়েছে তার কোনও পরিসংখ্যান পাওয়া যায়নি। অনগ্রসর শ্রেণীর কোনও উন্নয়ন হয়নি। স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কোনও উন্নয়ন হয়নি বিহারে।
লোকসভায় আরএলএসপির রয়েছে তিনজন সাংসদ।
প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দীর্ঘদিন ধরে বিহারে আসন সমঝোতা নিয়ে বিজেপিকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিলেন তিনি। উপেন্দ্র কুশওয়াহা জানিয়েছিলেন, সম্মানজনক আসন পেলেই জোট বজায় রাখা সম্ভব। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোকসমতা পার্টি এবং লোকজন শক্তি পার্টির সঙ্গে জোট করে নির্বাচনে গিয়েছিল বিজেপি। রাজনৈতিক সমীকরণ বদলাতে থাকে যখন আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দিয়ে ফের এনডিএ-তে যোগ দেন জেডিইউ।