BRAKING NEWS

চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল কেরল

তিরুবনন্তপুরম, ৯ ডিসেম্বর (হি. স.) : কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল কান্নুরে। রবিবার যৌথভাবে এই উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী সুরেশ প্রভু এবং মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আবুধাবি পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পতাকা উড়িয়ে এই উদ্বোধন করেন তাঁরা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চান্দিকে বাদ দেওয়ার প্রতিবাদে বিরোধী দল কংগ্রেস এই কর্মকাণ্ড বয়কট করেছিল। শবরীমালা মন্দিরের উপর সরকারের অবস্থানের প্রতিবাদে বিজেপিও এদিন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়নি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, \”উত্তর কেরালার কাছে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। মালাবার এলাকায় নতুন বিমানবন্দর বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।\” উদ্বোধনী অনুষ্ঠানে সম্মান জানানো হয় প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সি এম ইব্রাহিম-কে, যিনি প্রথম ১৯৯৫ সালে এই বিমানবন্দরটি তৈরির মত উত্থাপন করেন। রবিবার কান্নুরে কেরলের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় এক লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। প্রখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী ওস্তাদ মাত্তানুর সারঙ্করণকুট্টি \”চেন্দা মেলাম\” এবং \”পাচাবাদ্যম\”-এর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *