মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.) : প্রতিদিন জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে কমছে । শনিবার সকালেও রেকর্ড হারে কমল পেট্রল-ডিজেলের দাম। আইওসিএল সূত্রে খবর, দেশজুড়ে পেট্রলের দাম ২২ পয়সা কমেছে। ডিজেলের দামেও রেকর্ড পতন, কমেছে ২৫ পয়সা। যা চলতি মাসে নতুন রেকর্ড গড়ল।
আগামী দিনেও এইভাবেই কমবে পেট্রল-ডিজেলের দাম বলে মনে করা হচ্ছে। এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সূচক প্রতিদিনই বাড়ছে হচ্ছিল। পরিস্থিতির মোকাবিলায় ৪ অক্টোবর পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি আড়াই টাকা কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র ।
লিটার প্রতি আড়াই টাকা কমিয়ে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন, পেট্রল- ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা দাম কমবে,এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করবে। অন্য দিকে তেল সংস্থাগুলিও লিটার প্রতি ১টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। রাজ্যগুলিকেও তেলের উপর চাপানো করের পরিমান কমানোর কথা বলা হয়। যা মেনে চলে দেশের বিভিন্ন রাজ্য। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে প্রতিদিনই পেট্রল-ডিজেলের দাম কয়েক পয়সা করে কমছে। শনিবার যা জ্বালানি মূল্যে নতুন রেকর্ড গড়ল।