নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসকর্মী জগদীশ শর্মার বাড়িতে শনিবার সকালে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ইডির তরফে তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভদরার ঘনিষ্ঠ সহযোগী হচ্ছে জগদীশ শর্মা।
ইডির তল্লাশি অভিযান সম্পর্কে বলতে গিয়ে জগদীশ শর্মা বলেন, রবার্ট ভদরাকে ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। এর পেছনে রয়েছে মোদী সরকার। আমার বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই পাবে না ইডি। জেরার জন্য আমাকে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, শুক্রবার রবার্ট বদরার দিল্লি এবং বেঙ্গালুরুর অফিসে তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। তল্লাশি চালাকালীন রবার্ট বদরার কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে।