নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগ আজ সকালে ত্রিপুরা রাজ্য মিউজিয়াম উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড বি আর আম্বেদকরের ৬৩তম তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানে ভারতরত্ন ড বি আর আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাছাড়াও আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ কুমার দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা সন্দীপ এন মাহাত্মে, অন্যান্য বিশিষ্টজন এবং সরকারি আধিকারিকগণ৷
পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ড বি আর আম্বেদকর ছিলেন সমাজে পিছিয়ে পড়া অংসের মানুষদের মুক্তির প্রতীক৷ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে পিছিয়ে পড়া অংশের মানুে,র উন্নয়নে গুরুত্ব দিয়েছেন৷ সবকা সাথ সবকা বিকাশ-ই যেমন দেসের উন্নয়নের মূল দিশা তেমনি এই রাজ্যেও আমরা সেই লক্ষ্যে কাজ করছি৷ গ্রামস্তরে প্রান্তিক ব্যক্তি পর্যন্ত আমরা সরকারি সুযোগ পৌছে দিতে বদ্ধপরিকর৷