অ্যাডিলেড, ৭ ডিসেম্বর (হি.স.) : অল্প রানের পুঁজি নিয়েও অশ্বিন ভেল্কিতে ম্যাচের রাশ নিজেদের হাতে ধরে রাখল ভারত৷ প্রথম ইনিংসে ২৫০ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে থাবা বসাল কোহলিব্রিগেড৷
চা পান বিরতির আগে ১১৭ রান খরচ করে অস্ট্রেলিয়ার চার উইকেটে তুলে নিয়েছে ভারত৷ এই চারের মধ্যে তিনটিই পেয়েছেন অশ্বিন৷ ২২ ওভার হাত ঘুরিয়ে ৩৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেন দক্ষিণী স্পিনার৷ অন্য একটি উইকেট ইশান্তের৷
দিনের প্রথম বলেই শামি উইকেটের পিছনে ক্যাচ দিয়ে বসলে ভারতের প্রথম ইনিংস ২৫০ রানে গুটিয়ে যায়৷ জবাবে অজিদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই ফিঞ্চকে প্যাভিলিয়নে ফেরান ইশান্ত৷ ভারতীয় পেসারের গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হয়েছেন অজি ওপেনার৷ অন্যদিকে হ্যারিস-খোয়াজারা শুরুটা ভালো করলেও চাপ ধরে রাখতে পারেননি৷ অশ্বিনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান৷
খোয়াজা ১২৫ বল খেলে ২৮ রান জুড়েছেন৷ মার্কাস হ্যারিস ৫৭ বলে ২৬রান করেন৷ শন মার্স বাইশগজে নিজেকে ঘুছিয়ে ওঠার আগেই ২ রানের মাথায় অশ্বিনের বলে বোল্ড হয়েছেন৷ চা পান বিরতি পর্যন্তছয় উইকেট হাতে নিয়ে ১৩৩ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় দিনের দুই সেশনে দুটি করে উইকেট পেয়েছে ভারত৷