BRAKING NEWS

কলকাতা হাইকোর্টের নির্দেশকেই মান্যতা, কোচবিহারের সভায় আসছেন না অমিত শাহ

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টের নির্দেশকেই মান্যতা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত থমকে গেল বিজেপির রথযাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা)| শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহারে রথযাত্রার সূচনা হওয়ার কথা ছিল| সেই মতো প্রস্তুতিও নিয়েছিল রাজ্য বিজেপি| কিন্তু, শুক্রবার বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহারে আসছেন না দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ|
বিগত দু’মাসের এই কর্মসূচিতে বৃহস্পতিবারই বড়সড় ধাক্কা খায় রাজ্য বিজেপি| কোচবিহারে রথযাত্রার ঠিক আগের দিনই কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে আপাতত রথযাত্রার কোনও অনুমতি দেওয়া যাবে না বিজেপিকে| আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট| কি কারণে কোচবিহারে রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না, সে প্রসঙ্গে কোচবিহারের পুলিশ সুপার রিপোর্ট দিয়ে জানান, বিজেপি এই রথযাত্রা করলে গোটা জেলার পরিবেশ অশান্ত হয়ে উঠতে পারে|
যদিও, বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়ে দিয়েছেন, অবিলম্বে সুপ্রিম কোর্টে আবেদন করবেন তাঁরা| অর্থাত্ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও থমকে যেতে রাজি নয় রাজ্য বিজেপি| এমতাবস্থায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, কোচবিহারে আসছেন না দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *