আবু ধাবি, ৬ ডিসেম্বর (হি.স.) : বৃহস্পতিবার ৮২ বছরের রেকর্ড আবু ধাবিতে ভাঙলেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। পাকিস্তানের ইয়াসির ৩৩ টেস্টে পৌঁছে গেলেন ২০০ উইকেটে। ১৯৩৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ টেস্টে ২০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার ক্ল্যারি গ্রিমেট। সেই রেকর্ড এদিন ভাঙলেন তিনি।
৩২ বছর বয়সী পাক লেগস্পিনার ইয়াসির শাহ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট শুরুর আগে দাঁড়িয়ে ছিলেন ১৯৫ উইকেটে। যা অর্জন করেছিলেন ৩২ টেস্টে। টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭৫ রানে নেন তিন উইকেট। আর দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের সকালে নেন দুই উইকেট। একইসঙ্গে ভাঙলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের রেকর্ড।
কিউয়ির উইল সমারভিলকে এলবিডব্লিউ করে দ্রুততম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেটে পৌঁছান ইয়াসির। চলতি সিরিজে তিন টেস্টের ছয় ইনিংসে এখনও পর্যন্ত ২৭ উইকেট নিয়েছেন তিনি। চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও উইকেট পেতে পারেন তিনি। এখনও পর্যন্ত সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ইয়াসির। দশ উইকেট নিয়েছেন একবার। সেই টেস্টে ১৮৪ রানে নিয়েছিলেন ১৪ উইকেট। পাকিস্তানের ইতিহাসে টেস্টে যা দ্বিতীয় সেরা বোলিং। বিশ্বকাপজয়ী অধিনায়ক ও অধুনা প্রধানমন্ত্রী ইমরান খান ১৯৮২ সালে লাহোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৬ রানে ১৪ উইকেট নিয়েছিলেন। সেটাই টেস্টে পাকিস্তানের হয়ে সেরা বোলিং পারফরম্যান্স।