সিকার, ৪ ডিসেম্বর (হি.স.) :যুব সম্প্রদায়কে ভারত মাতা কি জয় বলা থেকে আটকাতে চাইছে নামদার(রাহুল গান্ধী)। কংগ্রেসের ইতিহাসে যা লজ্জাজনক ঘটনা। মঙ্গলবার রাজস্থানের সিকারে নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী নিন্দায় মুখর হয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত মাতা কি জয় কথাটার মধ্যে আবেগ ও গৌরববোধ জড়িত। এটি চিৎকার করে বললে প্রগতির শক্তি প্রতিফলিত হয়। যারা দিল্লিতে বসে রয়েছে তারা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ নির্বাচনের সময় কিছুই করেনি। কিন্তু রাজস্থানের নির্বাচনের সময় তারা বিজেপি হারতে চলেছে এমন প্রচার চালাচ্ছে। এর জন্য প্রচুর টাকা তারা খরচ করেছে। কিন্তু রাজস্থানবাসী জানে প্রকৃত ঘটনাটি।
সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে রাহুল গান্ধী যে প্রশ্ন তুলেছিলেন তার পাল্টা এদিন নরেন্দ্র মোদী বলেন, এই ভূমি হচ্ছে বীরের। এই নামদারের পার্টি আমাদের যোদ্ধা এবং সেনাবাহিনীকে কোনও শ্রদ্ধা করেনি। সার্জিক্যাল স্ট্রাইকের সময় তারা অখুশি ছিল। নামদার দলীয় কার্যালয়ে বসে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রমাণ চাইছে। নামদারের কোনও বিশ্বাস আমাদের প্রতি নেই। কিন্তু সাধারণ মানুষের বিশ্বাস আমাদের প্রতি রয়েছে। সেনাবাহিনীর এক পদ এক পেনশন প্রকল্প নিয়ে কিছু করেনি কংগ্রেস। এমনকি একটি কাগজও তারা তৈরি করেনি। এর কোনও ফাইলও ছিল না। ক্ষমতায় আসার পর আমাদের দুই বছর সময় লেগেছে এটি নথি তৈরি করতে। এই কংগ্রেসের কিছু নেতা সেনাপ্রধানকে ‘রাস্তার গুণ্ডা’-বলে চিহ্নিত করেছে। সেনাবাহিনীর প্রতি কোনও সম্মান ও শ্রদ্ধাবোধ নেই কংগ্রেসের। দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, আর্থিক জালিয়াতি এবং ধর্ষণের অপরাধে বহু কংগ্রেস নেতাই এখন জেলে রয়েছে। সমস্ত সমস্যার বীজ হচ্ছে কংগ্রেস।