BRAKING NEWS

তেলেঙ্গানার উন্নয়নের জন্য বদ্ধপরিকর মোদী সরকার : স্মৃতি ইরানি

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : তেলেঙ্গানার উন্নয়নের জন্য বদ্ধপরিকর মোদী সরকার। কেন্দ্রীয় প্রকল্প তেলেঙ্গানায় বাস্তবায়িত করতে ব্যর্থ হয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি(টিআরএস)। মঙ্গলবার নিজামাবাদের নির্বাচনী জনসভায় এসে এমনই জানালেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।
এদিন স্মৃতি ইরানি বলেন, তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়া হবে। উচ্চশিক্ষায় পাঠরতা ছাত্রীদের জন্য ৫০শতাংশ ভর্তুকিতে স্কুটার দেওয়া হবে। দুই লক্ষ টাকা পর্যন্ত কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে। কেন্দ্রের উজ্জলা যোজনা মাধ্যমে রাজ্যের ২০ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি গ্যাস দেওয়া হয়েছে। রাজ্যের ৪৪টি কৃষি বাজারকে ই-ন্যাম (ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেটে)-এর সঙ্গে যুক্ত করা হয়েছে। তেলেঙ্গানা ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে দুই লক্ষ শূন্য পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মানেগ্রা যোজনার ১০০ দিনের কাজের প্রকল্প বাড়িয়ে করা হয়েছে ১৫০ দিন। ৫৫০০০ কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তেলেঙ্গানায়। টিডিপির সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। অন্যদিকে একাই লড়ছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *