নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভ বনের ১ নং হলে আজ রাজ্যভিত্তিক ‘বিশ্ব দিব্যাঙ্গন দিবস’ উপলক্ষ্যে সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনাসভা আয়োজিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ ব ক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দিব্যােঙ্গজনেরা করুণা ও সহানুবূতির পাত্র নয়৷ সমাজের সব কিছুতেই তাদের অংশগ্রহণের সমান অধিকার রয়েছে৷ আমাদের কর্তব্য তাদের পাশে থাকা এবং তাদের অধিকার ও প্রাপ্যটুকু পাইয়ে দেয়া৷ কোনওবাবেই যেন তারা সমাজে অবহেলিত না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য৷ দিব্যাঙ্গজনদের সুবিধার কথা চিন্তা করে তিনি বলেন, নতুন করে
যে সব অফিস বিল্ডিং হবে সেগুলিতে সিঁড়ির সাথে রেম্প সিস্টেম করা হবে৷ তিনি বলেন, দিব্যাঙ্গজনদের সাথে নিয়েই আমাদের মডেল ত্রিপুরা গড়তে হবে৷ তাদের চাকরিক্ষেত্রে আরো সুবিধা প্রদান করা এবং বিভিন্ন নতুন নতুন বি ষয়েও প্রশিক্ষণ দেওয়ার কথাও সরকার চিন্তা ভাবনা করছে৷ বক্তব্য শেষে তিনি বলেন, দিব্যাঙ্গজনদের দিকে নজর রাখতে হবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মীদের৷ দিব্যাঙ্গজনদের বিভিন্ন শিক্ষনার বিষয়ে গুরুত্ব আরোপ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য মহিলা কমিসনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দপ্তরের অধিকর্তা দেবানন্দ রিয়াং৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নরসিংগড় দৃষ্টিহীন বালক বিদ্যালয়ের ছাত্ররা৷ এছাড়া নরসিংগড় বালিকা দৃষ্টিহীন হি দ্যালয়ের ছাত্রীরাসহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত দিব্যাঙ্গজনেরাও অনুষ্ঠানে সমবেত সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংসৃকতিক অনু,টান পরিবেশন করেন৷
উল্লেখ্য, গত ২ ডিসেম্ব র সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলাস্থিত শিশু বিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশ্ব দিব্যাঙ্গজন দিবস উদযাপন উপলক্ষ্যে দিব্যাঙ্গজনদের এক বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়৷ ক্রীড়া প্রতিযোগিতায় ৬ বছর থেকে ২৫ বছর বয়সী দিব্যাঙ্গজন বালক ও বালিকাদের সুবিধা অনুযায়ী বি ভিন্ন দৌড়, টেনিস বল ছোড়া, বাস্কেট ব ল ছোড়া, বোর্ড জাম্প, মিউজিক্যাল চেয়ার, ১০০ মিটার হাঁটা, রিং ছোড়া ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ সারা রাজ্যের তিনশতাধিক দিব্যাঙ্গজন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে৷ প্রতিযোগিতার সূচনায় দিব্যাঙ্গজন বালক বালিকারা যোগ ব্যায়ম ও পিরামিড প্রদর্শন করে এবং মার্চপাটে অংশ নেয়৷
2018-12-04

