BRAKING NEWS

সমাবেশের আগে আটক তেলেঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি

হায়দ্রাবাদ, ৪ ডিসেম্বর (হি. স.) : টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও-এর ডাকে কৈসিগিতে কোডাঙ্গাল বিধানসভা কেন্দ্রে পূর্বনির্ধারিত সমাবেশের প্রতিবাদ স্বরূপ একই দিনে বনধ ও সমাবেশ ডাকায় মঙ্গলবার তেলেঙ্গানা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি এ রেভন্ত রেড্ডি-কে আটক করেছে পুলিশ। আগাম সুরক্ষাব্যবস্থা এবং তদন্তের জন্য রেড্ডিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এদিন ভিকারাবাদ জেলার কোডাঙ্গাল শহরে নিজের বাড়ি থেকেই রেভন্ত রেড্ডিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (আইন) জিতেন্দর জানিয়েছেন, জনসাধারণের অস্থিরতা এবং নিরাপত্তা লঙ্ঘনের আশঙ্কায় রেড্ডিকে হেফাজতে রাখা রয়েছে। তাঁকে মঙ্গলবারই ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে, রেভন্তের স্ত্রী গীতা রেড্ডি দাবি, তাঁর স্বামীকে জোর করে অচেনা জায়গায় তুলে নিয়ে যায় পুলিশ। তাঁর বেশ কয়েকজন অনুগামীকেও বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, গত শনিবার রাতে কংগ্রেস সভাপতির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কেসিআর-এর নির্বাচনী সমাবেশে যে কোনও অযৌক্তিক ঘটনা রোধে কোডলাল শহরে নিষেধাজ্ঞা আরোপ করাও হয়েছিল। কিছুদিন আগেই রাওয়ের সভায় বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে জনগণকে প্ররোচণামূলক হুমকি দেওয়া নিয়ে টিআরএস-এর বেশ কয়েকজন নেতা তেলেঙ্গানার মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছে রেভন্ত রেড্ডি-র বিরুদ্ধে অভিযোগ করেন এবং তার পরই সভার সুরক্ষা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এদিকে, তেলঙ্গানা কংগ্রেসের প্রধান উত্তম কুমার রেড্ডি পুলিশের এই আচরণের নিন্দা করেছেন।
গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সম্প্রতি টিআরএস থেকে কংগ্রেসে যোগ দেওয়া বিশ্বেশ্বর রেড্ডি | রেভন্ত রেড্ডির গ্রেফতারকে \”গণতন্ত্রের খুন\” বলে অভিহিত করেছে তিনি | বিশ্বেশ্বর রেড্ডি আগামী ৭ ডিসেম্বরের বিধানসভা নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, \”মানুষ এই ধরনের অযৌক্তিক আচরণ সহ্য করবে না | ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট দিয়ে এর উপযুক্ত জবাব দেবেন |\” উল্লেখ্য, সেপ্টেম্বরে আয়কর বিভাগ থেকে রেভন্থ রেড্ডির বাসভবনে তল্লাশি চালানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *