সংবিধান অস্বীকার করলে সমস্যার সৃষ্টি হবে : প্রধান বিচারপতি

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): আমাদের সংবিধান প্রান্তিক মানুষের আওয়াজ ও সংখ্যাগরিষ্ঠের বিচক্ষণতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে| সংকটের মুহূর্তে সংবিধানের জ্ঞানই আমাদের চলনশক্তি দেয়| সংবিধান দিবসে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ| অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ‘কার্যকর হওয়ার শুরুতে, আমাদের সংবিধান সমালোচিত হয়েছিল| স্যার আইভর জেনিংস এটিকে অনেক বড় বলে অভিহিত করেছিলেন| সমালোচনা এখন দুর্বল হয়েছে|’
প্রধান বিচারপতি আরও বলেছেন, ‘আমাদের সংবিধান প্রান্তিক মানুষের আওয়াজ ও সংখ্যাগরিষ্ঠের বিচক্ষণতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে| সংকটের মুহূর্তে সংবিধানের জ্ঞানই আমাদের চলনশক্তি দেয়| সংবিধানের মধ্যে থেকে চলাই আমাদের প্রধান লক্ষ্য| যদি তা না হয়, ভবিষ্যতে আমাদের ঔদ্ধত্য বড় সমস্যার সৃষ্টি করবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *