BRAKING NEWS

বিলাইহামে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু, আক্রান্ত হচ্ছে গণহারে স্বাস্থ্য শিবিরে, রোগী দেখলেন বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, গুরুতর অসুস্থদের ভর্তি করা হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ নভেম্বর৷৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের বিভিন্ন পাহাড়ী জনপদে ডায়রিয়ার প্রকোপ৷ ইতিমধ্যেই এক শিশুর মৃত্যু হয়েছে৷ তাছাড়া আক্রান্ত হয়েছে আরও অনেকে৷ আক্রান্তরা প্রত্যেকেই শিশু৷ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে পারে৷ এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে দ্রুততার সাথে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা গেছে, মুঙ্গিয়াকামী ব্লকের গকুলনগর এডিসি ভিলেজের বিলাইহাম রিয়াং পাড়াতে ডায়রিয়াতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে৷ শিশুটির নাম মুংনাংরাই রিয়াং৷ এছাড়া আরও অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত৷ আজ মহকুমা শাসকের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে৷ এছাড়া একই দিনে তীর্থমণি রিয়াং পাড়াতেও শিবির করা হয়৷ এই খবর শুনে তীর্থমণি এবং বিলাইহাম পাড়াতে ছুটে যান বিধানসভার বিধায়ক তথা চিকিৎসক অতুল দেববর্মাসহ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অপু গোপ, বিজেপির খোয়াই জেলা সহ সভাপতি বিকাশ দেববর্মা, মহকুমা শাসক ভাস্তর ভট্টাচার্য৷

এদিকে, এদিন দিনভর স্বাস্থ্য শিবির করার পর রাতে পাঁচজন শিশুকে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়৷ রাতেই দুই বছরের এক শিশুকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রতন চন্দ্র রিয়াং, প্রেম সিং রিয়া, ফেলা রুন রিয়াং  এবং মেসাতি রিয়া৷ এদিকে বিজেপির তরফ থেকে তৎপরতা চালানো হলে প্রেমানজয় রিয়াংকে গুরুতর অসুস্থ অবস্থায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷

প্রসঙ্গত, পাহাড়ী জনপদে এখনো পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা করা সম্ভব হয়নি৷ পূর্বতন সরকার প্রতিবছর লক্ষ্যমাত্র নিয়ে অগ্রসর হতো৷ কিন্তু, দেখা দিয়েছে প্রতিবছরই শুখা মরশুমে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়৷ পরিশ্রুত পানীয় জলের কোন সঠিক উৎস না থাকায় গিরিবাসীরা নদী, নালা, ছড়া ও কাঁচা কুয়োর জল ব্যবহার করে আসছে৷ তাতে নানা ধরনের পেটের অসুখে আক্রান্ত হচ্ছে৷ নতুন সরকারের কাছে গিরিবাসীরা আবেদন জানাচ্ছে যাতে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়৷ যদিও, প্রত্যন্ত পাহাড়ি জনপদে প্রশাসনের তরফ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হয়৷ কিন্তু, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *