নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ অসহায় এবং বিপন্ন মানুষের পাশে সেবার মনোভাব নিয়ে দাঁড়ানোর জন্য রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আজ রেডক্রস ভবনে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোনওরকম বৈষম্য না দেখিয়ে মানবিকতার মনোভাব নিয়ে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে৷ তবেই সমাজ এগিয়ে যাবে৷ স্বামী বিবেকানন্দের বাণী উদ্বৃত করে তিনি বলেন, এই মহান মনীষী বলেছিলেন যে, মানুষের সেবা করো, তাহলে ভগবানেরও সেবা করা হবে৷ মূলত ঃ এই নীতি মেনেই ভারতীয় রেডক্রস সোসাইটি কাজ করে চলেছে৷ তিনি এই অনুষ্ঠানে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখাকে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন৷ এই অনুষ্ঠানে রাজ্যপালকে ভারতীয় রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়৷ অনুষ্ঠানে এছাড়াও রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার চেয়ারম্যান ডা বিকাশ রায় বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা শাখার সম্পাদক তুষার কান্তি চক্রবর্তী৷
2018-11-25