ফুটপাথে ৫ জন শ্রমিককে পিষে মারল বেপরোয়া গাড়ি, ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা হিসারে

হিসার (হরিয়ানা), ২১ নভেম্বর (হি.স.): বিগত দু’দিন ধরে রেলওয়ে ওভার ব্রিজ সংস্কারের কাজ চলছিল| কাজ শেষে ওভারব্রিজের ফুটপাথেই ঘুমিয়েছিলেন শ্রমিকরা| ফুটপাথে ঘুমিয়ে থাকা শ্রমিকদেরই পিষে দিল ‘ঘাতক’ আই১০ গাড়ি| গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, পরে আরও ৩ জন মৃতু্যর কোলে ঢলে পড়েন| শ্রমিকদের পিষে দেওয়ার পর প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায় ঘাতক গাড়িটিও| ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন| তাঁদের মধ্যে ঘাতক গাড়ির চালক ও আরোহীরা রয়েছে| বুধবার ভোররাত দু’টো নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে, জিন্দল স্টিল প্ল্যান্টের কাছে| দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বাড়ি বিহারের সহর্ষা এবং খাগাড়িয়া জেলায়|

ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিগত দু’দিন ধরে জিন্দল স্টিল প্ল্যান্টের কাছে রেলওয়ে ওভার ব্রিজের উপর সংস্কারের কাজ চলছিল| বিহারের সহর্ষা এবং খাগাড়িয়া জেলার বাসিন্দা বেশ কয়েকজন শ্রমিক মেরামতের কাজ করছিলেন| সংস্কারের জন্য গত দু’দিন ধরে রেলওয়ে ওভার ব্রিজের একদিক থেকে যানবাহন চলাচল করছিল| কাজ শেষে মঙ্গলবার রাতেও রেলওয়ে ওভার ব্রিজের ফুটপাথেই ঘুমিয়েছিলেন শ্রমিকরা| ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ভোররাত তখন দু’টো হবে, হনসি অভিমুখে যাচ্ছিল একটি আই১০ গাড়ি| দ্রুত গতিতে রেলওয়ে ওভার ব্রিজের উপর থেকে যাওয়ার সময় প্রথমে ওভার ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি, এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়| গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, পরে আরও ৩ জন প্রাণ হারিয়েছেন|শ্রমিকদের পিষে দেওয়ার পর প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায় ঘাতক গাড়িটিও| ভয়াবহ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন| তাঁদের মধ্যে ঘাতক গাড়ির চালক ও আরোহীরা রয়েছে| আহতদের উদ্ধার করে হিসার-এর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে| মামলা রুজু করে ভয়াবহ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *