BRAKING NEWS

ফের পেট্রল-ডিজেলের দাম কমল

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : পেট্রল-ডিজেলের দাম কমল৷ রবিবার লিটার প্রতি ১৬ পয়সা ও ডিজেলে ১২ পয়সা কমল দাম৷ জ্বালানির দাম কমার এই হার কী বজায় থাকবে, প্রশ্ন মধ্যবিত্তের৷ বছরের মাঝামাঝি থেকে টানা বেড়েছে জ্বালানির দাম৷ লিটারে পেট্রলের দাম কবে সেঞ্চুরি ছুঁয়ে ফেলতা পারে এমনই জল্পনা শুরু হয়েছিল৷ এবার সেই ক্ষতে প্রলেপ দিয়ে প্রায় প্রতিদিনই নিয়ম করে কমছে পেট্রল ডিজেলের দাম৷ রবিবার লিটার প্রতি ১৬ পয়সা ও ডিজেলে ১২ পয়সা কমল দাম৷
রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম লিটার পিছু ৭৭.৭৩ টাকা৷ ১২ পয়সা কমে ডিজেলের দাম ৭২.৪৬ টাকা৷ বাণিজ্য নগরীতে একই হারে দম কমেছে পেট্রলের৷ মুম্বইতে প্রতি লিটার পেট্রলের দাম ৮৩.২৪ টাকা৷ ১৩ পয়সা কমেছে ডিজেলের দাম৷ এদিন মুম্বইতে ডিজেলর হার ৭৫.৯২ টারা প্রতি লিটার৷ কলকাতাতেই কমেছে পেট্রল, ডিজেলের দাম৷ এদিন শহরে প্রতি লিটার পেট্রলের দাম ৭৭.৩২ টাকা ও ডিজেল ৭৯.৬৫ টাকায় বিক্রি হচ্ছে৷
এর আগে নাগাড়ে জ্বালানির দাম বৃদ্ধির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তোলে বিরোধীরা৷ জবাবে কেন্দ্রের সাফাই ছিল বিশ্ববাজারে অপরিশোধিত চেলের দাম বৃদ্ধি ও বিশ্ব রাজনীতির নানা ঘটনা৷ তবে দেশবাসীর ক্ষোভের আঁচ করতে পেরে পদক্ষেপ নিল কেন্দ্র৷ গত মাসে প্রথমে লিটারে দেড় টাকা করে শুল্কে ছাড় দেওয়া হয়৷ রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলোও লিটারের ১ এক টাকা করে ছাড়ের ঘোষণা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *