উত্তরপ্রদেশে এনকাউন্টারের পর দুই দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ

মুজফফরনগর, ৪ নভেম্বর (হি.স.) : রক্তক্ষয়ী এনকাউন্টারের পর দুই কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে উত্তরপ্রদেশের মুজফফরনগরে ঘটেছে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবল। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিনিয়র পুলিশ সুপার এস কে সিং জানিয়েছেন, ওই দুই দুষ্কৃতীদের মাথার দাম ২৫ হাজার টাকা ঘোষণা করেছিল প্রশাসন। রত্নাপুরী গ্রামের একটি ডেয়ারি ফার্ম থেকে মোষ চুরির অভিযোগ ছিল ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। গোপন সূত্র থেকে খবর পেয়ে ওই দুই দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। শনিবার রাতে পুলিশকে দেখামাত্রই গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পাল্টা যোগ্য জবাব দেয় পুলিশ। পরে দুষ্কৃতীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গুলি লাগার ফলে গুরুতর আহত হয়েছে দুই পুলিশকর্মী। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।