হায়দরাবাদ, ৩০ অক্টোবর (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে তেলেগু দেশম পার্টি (টিডিপি) চাইলে ইউপিএ-তে যোগ
দিতে পারে। ইউপিএ-তে তাদের স্বাগত। মঙ্গলবার এমনই জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মইলি।
![](https://jagarantripura.com/wp-content/uploads/2013/09/Moily-188x300.jpg)
অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবি পূরণ না হওয়ার জন্য এনডিএ ছেড়ে বেরিয়ে আসে টিডিপি। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী লড়াইয়ে টিডিপি-কে কাছে পেতে মরিয়া কংগ্রেস। এই প্রেক্ষিতে বীরাপ্পা মইলি জানিয়েছেন, সমস্ত বিরোধীদলগুলিকে সংঙ্ঘবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে। বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে সুষম সমঝোতা পক্ষে কংগ্রেস। টিডিপি হল এমন একটি যার সঙ্গে সমঝোতা করা যেতে পারে। এটি খুবই শুভ সংঙ্কেত। এতে বিরোধী শক্তিগুলি আরও বেশি সংঘবদ্ধ হবে।
তেলেঙ্গানার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বীরাপ্পা মইলি বলেন, সব থেকে অকৃতজ্ঞ হচ্ছেন কে চন্দ্রশেখর রাও। কংগ্রেসের আত্মত্যাগের ফলে মুখ্যমন্ত্রী পদে বসেছিল কে চন্দ্রশেখর রাও।