BRAKING NEWS

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত মহিলার মৃত্যু শিলঙে

শিলং (মেঘালয়), ৩০ অক্টোবর, (হি.স.) : প্রায় পনেরো দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মেনেছেন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত মহিলা। তিনি মেঘালয়ের রাজধানী শিলঙের রেহানা খুরশিদ।
খবরে প্রকাশ, অক্টোবরের প্রথম দিকে রেহানা খুরশিদ পুনে থেকে তাঁর শিলঙের বাড়িতে এসেছিলেন। এখানে আসার পর থেকে জ্বর জাতীয় নানা উপসর্গে ভুগছিলেন। ডাক্তার দেখিয়ে ওষুধও নিয়েছিলেন। কিন্তু জ্বর, মাথা ও গায়ের ব্যথা ইত্যাদি কোনও উপসর্গ কমছিল না। এর পর গত ১৭ তারিখ রেহানাকে ভরতি করা হয় শিলঙের অন্যতম প্রথমসারির হাসপাতাল নাজারেথ হাসপাতালে। হাসপাতালে তাঁর রক্ত পরীক্ষা করা হয়। রক্তে ধরা পড়ে সোয়াইন ফ্লু-এর জীবাণু। ইত্যবসরে জ্বরের সঙ্গে কফ, দুর্বলতা এবং শ্বাসপ্রশ্বাসজনিত উপসর্গে আক্রান্ত হন তিনি। কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রেহানা খুরশিদ।
এদিকে মুম্বই ফেরত আরেক সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর চিকিৎসা হাসপাতালে চলছে বলে জানা গেছে। তবে আক্রান্ত মহিলার নাম ধাম প্রকাশে গোপনীয়তা অবলম্বন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে তাঁর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *