নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাতে তিনি বলেন, দিন যত যাচ্ছে ভারতীয় ক্রীড়া এক অনন্য উচ্চতায় পৌঁছিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণ ক্রীড়াবিদদের উদ্যোম ও একাগ্রতা ভারতের পরিচয়। উৎকর্ষতার অনন্য উচ্চতায় পৌঁছিয়ে গিয়েছে ভারতের খেলাধুলার জগত। ভারত সিনিয়র এবং জুনিয়রস্তরে কোনওদিন জুডোতে পদক পায়নি। কিন্তু তবাবি দেবী নজির গড়ে যুব অলিম্পিকে পদক জেতেন। ২০১৮ এশিয়ান প্যারা গেমসে ভারতের কৃতি খেলোয়াড়দের সাফল্য তুলে ধরে তিনি বলেন, জাকার্তায় অনুষ্ঠিত এই গেমসে ভারতীয় ক্রীড়াবিদরা ৭২টি পদক জয় করে আনেনে। এক কথায় যা নতুন, অবিশ্বাস্য রেকর্ড। তাদের জন্য গৌরবাম্বিত হয়েছে দেশ। এই সব প্রতিভাবান ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমার হয়েছে। তাদের চারিত্রিক দৃঢ়তা, অধ্যাবসায়। সমস্ত বাঁধাকে অতিক্রম করে সাফল্যে পৌছনোতার আকাঙ্কা সকল দেশবাসীকে অনুপ্রাণিত করেছে।
আর্জেন্তিনায় অনুষ্ঠিত যুব অলিম্পিক ২০১৮ ভারতের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই যুব অলিম্পিকে ভারত ১৩টি পদক পেয়েছে। এই ভাবে দেশের যুব সমাজ যদি একাগ্র চিত্তে কাজ করে যেতে পারে তবে অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি সঙ্গে ক্রীড়া ময়দানে দেশ অনেক এগিয়ে যাবে।
তবাবি দেবীর উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তবাবি দেবীর বাবা শ্রমিক। মা মাছ বিক্রি করে। ঠিক করে খাওয়ার টাকা তাদের ছিল না। এত কিছুর পরেও নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন তিনি। একাগ্রতা ও অধ্যাবসা দিয়ে তিনি নিজের স্বপ্ন গড়ে তুলেছেন। তাঁর জীবনযাপন বহু মানুষকে অনুপ্রাণিত করে গিয়েছে।