BRAKING NEWS

কালীপুজার চাঁদার জুলুমবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা হস্তক্ষেপ চাইলেন প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ শারদীয়া দুর্গোৎসবের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্দেশ দিয়েছিলেন, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করার ক্ষেত্রে কোনও জোরজুলুম করা চলবে না৷ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমস্ত ক্লাবের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত ক্লাবের কর্তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন পুজায় কোনও প্রকার চাঁদার জুলুমবাজি চলবে না৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে একপ্রকার অমান্য করেই বেশ কিছু জায়গায় চাঁদা আদায়ের ক্ষেত্রে জুলুমবাজি হয়৷ তবে, পরে তা কড়া হাতে দমন করেছিল প্রশাসন৷ মহকুমায় এর প্রভাব বেশী পড়েছিল৷ এখন কালীপুজার ক্ষেত্রেও একই অভিযোগ পাওয়া যাচ্ছে৷ জানা গেছে, তেলিয়ামুড়া, সোনামুড়া, উদয়পুরের বেশ কিছু জায়গায় কালীপুজার চাঁদা আদায়ে জুলুম শুরু হয়েছে৷ এ সমস্ত জায়গাগুলিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের হেনস্তা করে তাঁদের কাছ থেকে চড়া হারে চাঁদা আদায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে৷ ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন এই সব ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ৷ জানা গেছে, আতঙ্কিত ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *