BRAKING NEWS

আগরতলায় কার্গিল চৌমুহনীতে বিস্তর গাঁজা, উদ্ধার চুড়াইবাড়িতে নিষিদ্ধ কফ সিরাপসহ গ্রেপ্তার দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চুড়াইবাড়ি,২৩ অক্টোবর৷৷ মঙ্গলবার দুপুরে রাজধানী আগরতলার কার্গিল চৌমুহনীস্থিত এক বাড়ি থেকে দশ প্যাকেট

ইন্দ্রনগরে উদ্ধার করা হয় গাঁজা৷ ছবি নিজস্ব৷

গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ শহরের টাউন ইন্দ্রনগরে অবস্থিত কার্গিল চৌমুহনীর এক বাড়িতে অভিযান চালায়৷ অভিযানে ওই বাড়ি থেকে দশ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ তবে, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ সংশ্লিষ্ট বাড়িতে কে বা কারা গাঁজা মজুত রেখেছিল সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে৷ এদিকে, পুলিশ জানিয়েছে, নেশা বিরোধী অভিযান তেজি হওয়ার কারণে নেশা কারবারিরা এখন আতঙ্কে রয়েছে৷ কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়েছে৷ আবার কেউ কেউ নেশা সামগ্রীগুলি নিরাপদ স্থানে লুকিয়ে রেখেছে৷ আগামীদিনেও নেশা বিরোধঘী অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে, সোমবার পানিসাগর পুলিশের জালে ত্রিশ লক্ষ টাকার গাঁজা, নগদ তিন লক্ষ টাকা, তিনটি মোবাইল হ্যান্ডসেট সহ পাঁচ যুবক গ্রেপ্তারের পর মঙ্গলবার ফের সাফল্য পেয়েছে চুড়াইবাড়িস্থিত গোয়েন্দা পুলিশ৷ সোমবারের মত মঙ্গলবার রুটিন তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে কফ সিরাপ৷ নেশার ওষুধ পাচারের অভিযোগ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ অসম-ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের চুড়াইবাড়ি গেটে পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা রুটিশ তল্লাশি চালাচ্ছিলেন৷ সে সময় অসম থেকে টিআর-০১-কিউ- ৬৫৩৪ নম্বরের একটি মটর বাইকে দুই আরোগীকে গতি রোধ করতে ইঙ্গিত দেওয়া হয়৷ বিপদ বোঝে বাইক নিয়ে দ্রুত পালিয়ে যেতে চাইলেও শেষ রক্ষা হয়নি৷ পুলিশের হাতে দুজন ধরা পড়ে যায়৷ পরে বাইকে তল্লাসি চালিয়ে একটি ব্যগ থেকে প্রায় কুড়ি হাজার টাকার কোরেক্স নামক কফ সিরাপ বাজেয়াপ্ত করে হয়৷ এর সঙ্গে পাকড়াও করা হয় সুরেশ চাকমা এবং সত্যবান চাকমা নামের দুই নেশা কারবারিকে৷ তাদের বাড়ি মনু থানার অধীন ছৈলেংটায়৷ তাদের হেফাজতে থাকা দুটি মোবাইল হ্যান্ডসেট এবং নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ পুলিশি জেয়ার ধৃতরা জানিয়েছে, তারা অসমের বাজারিছড়া থানা এলাকার কাঁঠালতলীর একটি ফার্মাসি থেকে এই কফ সিরাপগুলি কিনে আগরতলায় নিয়ে যাচ্ছিল৷

চড়িলাম সংযোজন ঃ বিশালগড় থানার অধীন উত্তর ব্রজপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রচুর পরিমানে বিলেতী মদ সহ অটো চালককে গ্রেপ্তার করেছে৷ অটোর নম্বর টিআর-০৭-২৪৯৮৷ অটো চালক জানিযেছে এই মদের মালিক বিশ্বজিৎ দেবনাথ৷ বিশ্বজিৎ দেবনাথের মোদির দোকন রয়েছে ব্রজপুর ব্রিজ সংলগ্ণ এলাকায়৷ এই মোদি দোকানে মদ বিক্রি করা হয়৷

আগরতলা সংযোজন ঃ রাজধানী আইজিএম হাসপাতাল চৌমুহনীতে একটি অটোতে নেশা টেবলেট উদ্ধার করেছে পুলিশ৷ প্রতিদিনই এই নেশা সামগ্রী বিক্রি করা হয় অটোর মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *