BRAKING NEWS

মোঘলদের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির নাম পরিবর্তন করা উচিত : গিরিরাজ সিং

পাটনা, ২২ অক্টোবর (হি.স.): মোঘলদের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির নাম পরিবর্তন করা উচিত বলে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
সম্প্রতি এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করার অনুমোদন দেয় উত্তরপ্রদেশের মন্ত্রিসভা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন গিরিরাজ সিং। তিনি বলেন, ভারত আজ স্বাধীন দেশ। আমরা মোঘল বা ব্রিটিশদের দাস নই। দেশের বিভিন্ন জায়গার নামকরণ তারা করেছিলেন। এখন আমরা সেগুলি কেনও মানব। বিহারের মানুষেরা কি জানেন না যে খিলজি লুঠ করেছিল। অথচ বখতিয়ারপুরের নামে জায়গা বিহারে রয়েছে। দেশের ১০০টি জায়গায় নাম পরিবর্তন করা উচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভাল পদক্ষেপ নিয়েছে। বিহার সহ গোটা ভারতে মোঘলদের সঙ্গে সম্পর্কিত নাম পরিবর্তন করা উচিত।
বিরোধী দলগুলির নিন্দায় সরব হয়ে গিরিরাজ সিং জানিয়েছেন, আমাদের দেশের সমস্ত ইস্যুগুলিকে ভোটব্যাঙ্ক রাজনীতি হিসেবে ব্যবহার করা হয়। ক্রীতদাস মানসিকতা থাকার ফলে তার পরিবর্তন করতে অস্বস্তি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *