BRAKING NEWS

অমৃতসর ট্রেন দুর্ঘটনা : সিবিআই তদন্তের দাবিতে পিটিশন

চণ্ডীগড়, ২২ অক্টোবর (হি.স.): পঞ্জাবের অমৃতসরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এখনও মুছে যায়নি পঞ্জাব-সহ গোটা দেশবাসীর মন থেকে| দশেরার সন্ধ্যায় আনন্দ উদযাপনের সময় ডিএমইউ ট্রেনের ধাক্কায় এবং ট্রেনে কাটা পড়ে অকালেই মৃত্যু হয়েছে ৬০ জনের| এছাড়াও আহত হয়েছেন ৫০-এরও বেশি মানুষ| এই ট্রেন দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ট্রেনের চালক অরবিন্দ কুমার-সহ অন্যান্য রেল কর্মীদের ক্লিনচিট দিয়েছে| এফআইআর দায়ের হলেও, তাতে নাম নেউ কারও| এমতাবস্থায় অমৃতসর ট্রেন দুর্ঘটনায় সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের দাবিতে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে পিটিশন দায়ের করলেন একজন ব্যক্তি| পিটিশনে ওই ব্যক্তির আর্জি, অমৃতসর ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক| অথবা, বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হোক|
৬০টি প্রাণ কাড়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে ডিএমইউ ট্রেনের চালক অরবিন্দ কুমারের বিরুদ্ধে| রেল অবশ্য তাঁকে ক্লিনচিট দিয়েছে| একাধিক অভিযোগ সত্ত্বেও, চিঠি লিখে অরবিন্দ কুমার জানিয়েছেন, সবরকম চেষ্টা করেছিলাম, ট্রেনটিকে দাঁড় করানোর জন্য| তাঁর দাবি, একটানা হর্ন বাজানোর পাশাপাশি এমার্জেন্সি ব্রেকও কষেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *