BRAKING NEWS

গুজরাটে হিন্দি ভাষীদের উপর হামলা : ২৪ ঘন্টায় ৩৫টি এফআইআর রুজু

আহমেদাবাদ, ৮ অক্টোবর (হি.স.): জীবিকার টানে বিহার, উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ গুজরাটে পাড়ি দেন| পেটের টানে পশ্চিম ভারতের রাজ্য গুজরাটে কাজ করেন হাজার হাজার মানুষ| কিন্তু, সম্প্রতি হিন্দি ভাষীদের উপর হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই গুজরাট ছাড়ছেন শয়ে শয়ে মানুষ| মূলত বিহার ও উত্তর প্রদেশের হিন্দি ভাষীরা আক্রান্ত হচ্ছেন| এই পরিস্থিতিতে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিনহ জাদেজা জানালেন, ‘বিগত ৪-৫ দিনে, গুজরাটে আক্রান্ত হয়েছেন বিহার ও উত্তর প্রদেশের মানুষজন| হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে|’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে| সোশ্যাল মিডিয়ায় হিংসা ছড়ানোর দায়ে আইটি অ্যাক্ট -এর অধীনে তিনটি মামলা দায়ের করা হয়েছে|’
জীবিকার টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুজরাটে পাড়ি দেন হাজার হাজার মানুষ| তাঁদের নিরাপত্তার দায়িত্ব গুজরাট সরকারের, এমনই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী পি জাদেজা বলেছেন, ‘অন্য রাজ্য থেকে যে সমস্ত মানুষজন গুজরাটে কাজ করতে আসেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব সরকারের| কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সম্পর্ক রাখছি| প্রতিটি ঘটনার নিরিখে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে| বিগত ২৪ ঘন্টায় ৩৫টি এফআইআর রুজু করা হয়েছে| হামলার ঘটনা ধীরে ধীরে কমছে| প্রত্যেককে আমরা আশ্বস্ত করেছি, ভয় পাবেন না|’
এদিকে, হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেছেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে| আমরা সম্পর্ক রাখছি| ঘৃন্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে|’ প্রসঙ্গত, ১৪ মাসের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে সবরকণ্ঠা জেলার হিম্মতনগরের কাছে গত ২৮ সেপ্টেম্বর বিহারের এক বাসিন্দা গ্রেফতার হওয়ার পর থেকেই গুজরাটের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয় হিন্দিভাষী বহিরাগতদের উপর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *