BRAKING NEWS

অতি শীঘ্রই কান্নুর বিমানবন্দরের দায়িত্ব নিতে চলেছে সিআইএসএফ, জানালেন ডিজি রাজেশ রঞ্জন

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): খুব শীঘ্রই কেরলের কান্নুর বিমানবন্দরের দায়িত্ব নিতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)| সোমবার অবহিত করলেন সিআইএসএফ ডিরেক্টর জেনারেল (ডিজি) রাজেশ রঞ্জন| সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজি জানিয়েছেন, অতি শীঘ্রই কান্নুর বিমানবন্দরের দায়িত্ব নিতে চলেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)| প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারতের ৬০টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)|
পাশাপাশি সিআইএসএফ ডিজি আরও জানিয়েছেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র আওতায় ৯০ কোটি টাকা বকেয়া রয়েছে| এছাড়াও সিআইএসএফ-কে ৭৭৮ কোটি টাকা দিতে হবে দিল্লি বিমাবন্দর কর্তৃপক্ষের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *