বাগদাদ, ৩ অক্টোবর (হি.স.) : রাজনীতিবিদ বারহাম শালিহকে দেশের প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল ইরাকের সংসদ। প্যাট্রিয়টিক ইউনিয়ন অফ খুরদিস্তানের সদস্য শালিহ তার মূল প্রতিপক্ষ খুরদিস্তান ডেমোক্রেটিক পার্টির ফাউদ হুসেনকে ২১৯ টি ভোটে হারিয়ে দেশের প্রেসিডেন্ট হলেন। বিদ্যুৎবন্টন চুক্তি নিয়ে সরকারের ভুমিকা ভিন্ন ধরণের। ২০০৩ সাল থেকে ইরাকের প্রত্যেক প্রেসিডেন্টই কুর্দ সম্প্রদায়ের।। এক অনুষ্ঠানের মধ্যে দিযে তিনি প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের সময় শালিহ বলেন, ‘আমি ইরাকের একতা এবং সুরক্ষা রক্ষার্থে বদ্ধ পরিকর’। এর আগে শালিহ নৌরি মাকিলির অধীনে ডেপুটি প্রধানমন্ত্রীর পদে ছিলেন। ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী পদেও বেশ কিছুদিন ছিলেন তিনি।
2018-10-03