BRAKING NEWS

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : সরকারের আশ্বাস ও বিরোধীদের বিক্ষোভ সত্ত্বেও রবিবারও উর্দ্ধমুখী রইল পেট্রোল এবং ডিজেলের দাম। দিল্লি, মুম্বই, কলকাতায় পেট্রোলের দাম লিটার পিছু ০.০৯ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে চেন্নাইতে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার পিছু ০.১০ পয়সা করে।
রাজধানী দিল্লিতে এদিন পেট্রোল দাম ছিল লিটার প্রতি ৮৩টাকা ৪৯পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ছিল ৭৪টাকা ৭৯পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯০টাকা ৮৪পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯টাকা ৪০পয়সা। চেন্নাইতে পেট্রোল দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৬টাকা ৮০পয়সা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৯টাকা ০৮পয়সা। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৫টাকা ৩০ পয়সা প্রতি লিটার এবং ডিজেলের হয়েছে ৭৬টাকা ৬৪ পয়সা প্রতি লিটার।
বিগত কয়েক সপ্তাহ ধরে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত উর্দ্ধমুখী হয়ে গিয়েছে। একদিকে যখন বিরোধীদলগুলি পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির জন্য প্রশাসনকে দায়ী করছে তখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *