নয়াদিল্লি ও কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ব্যাপক অস্বস্তিতে আমজনতা| এক-দু’দিন নয়, লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোপণ্যের মূল্য ক্রমশই ঊর্ধ্বমুখী। স্বাভাবিকভাবেই অস্বস্তিতেরয়েছেন দেশবাসী| রবিবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা ও মুম্বইয়ে আরও দামি হয়েছে পেট্রোপণ্য। নতুন মূল্য অনুযায়ী কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৮৪.৪৪ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দামলিটার পিছু ৮২ টাকা ৬১ পয়সা এবং মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম ৮৯ টাকা ৯৭ পয়সা| পাশাপাশি কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৭৫.৮২ টাকা (কলকাতা), ৭৩.৯৭ টাকা (দিল্লি) এবং৭৮.৫৩ টাকা (মুম্বই)।
প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এখন প্রতিদিনের খবর হয়ে উঠেছে। প্রত্যক্ষভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপর| স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়ছে আম জনতার|