BRAKING NEWS

তিন তালাক নিয়ে বহুদিন আগেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, ওডিশায় বার্তা প্রধানমন্ত্রীর

তালচের (ওডিশা), ২২ সেপ্টেম্বর (হি.স.): তিন তালাক এখন থেকে দণ্ডণীয় অপরাধ| সম্প্রতি তাত্ক্ষণিক তিন তালাক অর্ডিন্যান্সে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা| কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, এই সিদ্ধান্ত বহু দিন আগেই নেওয়ার প্রয়োজন ছিল| একদিনের সফরে শনিবার সকালেই ওডিশার রাজধানী ভুবনেশ্বরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে চেপে ওডিশার তালচের উড়ে যান প্রধানমন্ত্রী| তালচের পৌঁছনোর পর পুষ্পস্তবক দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| এরপর তালচের-এ তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করার পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রে বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল, সেই সময় থেকেই ফার্টিলাইজার প্ল্যান্টের কাজে গতি বাড়ানো হয়েছে|’ জনসভায় উপস্থিত মানুষজনের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘আমি আপনাদের নিশ্চিত করছি, ৩৬ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট| আমি নিজেই উদ্বোধন করতে আসব|’ পাশাপাশি জনসভার সামনে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পূর্বতন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এদিনের জনসভা| বিপুল সংখ্যক মানুষের সমাগম ওডিশার জনগণের অনুভূতিকে চিত্রিত করছে|’
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্ত তিন তালাক অর্ডিন্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘মাত্র তিনদিন আগেই, কেন্দ্রীয় সরকার এমনই এক সিদ্ধান্ত নিয়েছে যা বহুদিন আগেই নেওয়ার প্রয়োজন ছিল| সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন তালাক নিয়ে| তিন তালাক নিয়ে কেউই আলোচনা করতে রাজি ছিল না, প্রত্যেকেরই মনে ভোটে পরাজিত হওয়ার ভয় ছিল| এখন থেকে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়েছে|’
কিছুদিন আগেই মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্ন সফলের দিকে আরও এক পদক্ষেপ নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা| সূচনা হয়, ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের| শনিবার ওডিশা সফরে গিয়ে ওডিশাকে স্বচ্ছ করে তোলার আহ্বাণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রতি প্রধানমন্ত্রীর আর্জি, ‘স্বচ্ছতার দিক থেকে পিছিয়ে পড়বে ওডিশা, তাই মুখ্যমন্ত্রী নবীন বাবুকে আমি অনুরোধ করেছিলাম| কিন্তু, আজ আমি এখানে এসেছি| ওডিশায় পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিতে নবীন বাবুকে আমি ফের অনুরোধ করছি| রাজ্যের মানুষের স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিন|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *