বেঙ্গালুরু, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : কর্ণাটকের রাজনীতিতে ঘুষ নেওয়ার প্রথা বি এস ইয়েদুরাপ্পাই শুরু করেছিলেন বলেন তোপ দাগলেন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। মুখ্যমন্ত্রী থাকাকালীন ইয়েদুরাপ্পা ঘুষের রাজনীতি প্রচলন করেছিলেন বলে জানান তিনি। বুধবার কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের নিন্দায় মুখর হয়ে বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা দাবি করেছিলেন, ঘুষ না দিলে কোনও ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে যাচ্ছে না। বিল পাশ করার জন্য মন্ত্রীরা আট থেকে দশ শতাংশ ঘুষ নিচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচ ডি দেবগৌড়া এবং তার পুত্র তথা মুখ্যমন্ত্রী কুমারস্বামী বিরুদ্ধে তোপ দেগে বি এস ইয়েদুরাপ্পা বলেন, উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের পরামর্শ ছাড়াই আমলাদের যথেচ্ছ বদলি হচ্ছে। বাবা (এইচ ডি দেবগৌড়া) ও ছেলের (কুমারস্বামী) দাপটে জি পরমেশ্বরকে নীরব দর্শকের ভূমিকায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার পাল্টা তোপ দেগে মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, ইয়েদুরাপ্পা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই তিনি ঘুষের রাজনীতির তথা কমিশন নেওয়ার প্রচলন শুরু করেছিলেন, কাট মানি নেওয়ার প্রবনতা তার আমলেই শুরু হয়েছিল। তিনি এখন আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। স্বচ্ছ প্রশাসনিক পরিষেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। দুর্নীতির প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেন, ইয়েদুরাপ্পা এবং তার দলীয় নেতৃত্ব দেশ এবং রাজ্যকে লুঠ করেছেন। দেশের প্রাকৃতিক সম্পদ তারা লুঠ করে নিয়ে গিয়েছেন। পাশাপাশি পরিবারতন্ত্রের যে অভিযোগ ইয়েদুরাপ্পা করেছিলেন সেই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমার পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার আগে তার সতর্ক হওয়া উচিত। অন্যদিকে দল ভাঙানোর খেলায় লিপ্ত রয়েছে বিজেপি বলে অভিযোগ তোলেন তিনি।